মসজিদে নামাজের সুত্রা/মিনার বিতরণ কর্মসূচী - Lamppost - light for rights..    

মসজিদে নামাজের সুত্রা/মিনার বিতরণ কর্মসূচী

মসজিদে নামাজের সুত্রা/মিনার বিতরণ কর্মসূচী

মসজিদে নামাজের সুত্রা/মিনার বিতরণ কর্মসূচী

মসজিদে নামাজের সুত্রা/মিনার বিতরণ কর্মসূচী

পবিত্র রমজান উপলক্ষে পূর্ব পরিকল্পনা মোতাবেক ২৪ টি মসজিদে মুসুল্লি সাধারণের জন্য নামাজের মিনার/সুত্রা বিতরণ সম্পন্ন করেছে Lamppost

যারা আমাদের এই উদ্যোগে তাৎক্ষণিক সাড়া দিয়ে কর্মসূচী বাস্তবায়নে সঙ্গী হয়েছিলেন ল্যাম্পপোস্ট পরিবার আপনাদের নিকট চির কৃতজ্ঞ থাকবে। Rony RISumon KumkumSobuj SourovMdzasefuz ZamanSaifur Rahman BadshaImam Boxh PerishKawsar Kabir SourovMominur Rahmanলীলাবতী নীলাম্বরীArifuzzaman BabuShahenur FerdousReazul Islam আপনাদের অনুদান ওয়াদা মোতাবেক নির্দিষ্ট স্থানে পৌঁছে দিতে পেরে আমরা গর্বিত। আল্লাহ্‌ আপনাদের দান কবুল করুন। আমিন…

উল্লেখ্য যে, মসজিদে মুসল্লিরা নামাজ শেষে বের হওয়ার সময় বিভিন্ন ব্যস্ততায় সেভাবে লক্ষ্য করেন না পেছনে অন্য কেউ সুন্নত বা ক্বাযা নামাজ আদায়রত অবস্থায় আছেন কি না। এতে অনেক মুসল্লির নামাজে দাঁড়ানো অবস্থায় সামনে দিয়েই হেঁটে চলে যান অন্যরা। ফলে ব্যাঘাত ঘটে নামাজরত মুসুল্লি ভাইদের। এই লক্ষ্যে উক্ত কর্মসূচী হাতে নেয়া হয়েছিল।

কর্মসূচীর বিস্তারিত ছবি দেখতে এখানে ক্লিক করুন…………

Leave a Reply