মাদক ও পরিবেশ বিষয়ে গণসচেতনতা ক্যাম্পেইন - Lamppost - light for rights..    

মাদক ও পরিবেশ বিষয়ে গণসচেতনতা ক্যাম্পেইন

মাদক ও পরিবেশ বিষয়ে গণসচেতনতা ক্যাম্পেইন

মাদক ও পরিবেশ বিষয়ে গণসচেতনতা ক্যাম্পেইন

মাদক ও পরিবেশ বিষয়ে গণসচেতনতা ক্যাম্পেইন

গ্রাম থেকে গ্রামান্তরে শহর থেকে শহরে পৌঁছে গেল ল্যাম্পপোস্ট® -এর আলোক ছটা…

ল্যাম্পপোস্ট -এর দীর্ঘমেয়াদী মাদক বিরোধী সচেতনতা কর্মসূচির অংশ হিসেবে প্রায় ৩০০ থ্রি হুইলার গাড়িতে লাগানো হয়েছে উন্নতমানের পানি নিরোধক সচেতনতা স্টিকার। বাদ যায়নি রিক্সা, মাইক্রোবাস, মোটরসাইকেল, রেস্টুরেন্ট, দোকান কিংবা এটিএম বুথ। সাথে ছিল পরিবেশ সংরক্ষণ বিষয়ক আরও একটি আকর্ষণীয় স্টিকার। যা ছড়িয়ে দেয়া হয় অত্র অঞ্চলের সর্বোচ্চ সংখ্যক মানুষের দৃষ্টিসীমা লক্ষ্য করে।

উক্ত কর্মসূচি সফলভাবে সম্পন্ন করতে জৈষ্ঠ্যের এই তপ্ত দুপুরেও ল্যাম্পপোস্ট সদস্যদের আত্মোৎসর্গ ছিল চোখে পড়ার মত! প্রয়োজনে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে মানুষের জন্য নিজেকে বিলিয়ে দেয়ার যে প্রশান্তি তা এতোদিনে ল্যাম্পপোস্ট সদস্যরা ভালই বুঝেছেন! তাই তো থেমে নেই বিজয় নিশান

কর্মসূচীর বিস্তারিত ছবি দেখতে এখানে ক্লিক করুন…………

Leave a Reply