Lamppost Future Genius- 2017 - Lamppost - light for rights..    

Lamppost Future Genius- 2017

Lamppost Future Genius- 2017

Lamppost Future Genius- 2017

Lamppost Future Genius- 2017

২০১৭ সালের এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার প্রায় শতাধিক জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের উৎসাহমূলক সংবর্ধনা দিয়েছে সেচ্ছাসেবী সামাজিক সংগঠন Lamppost

ল্যাম্পপোস্ট ফিউচার জিনিয়াস-২০১৭ সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের ক্রেস্ট ও অন্যান্য শুভেচ্ছা উপহার বিতরণ করেন আমন্ত্রিত সম্মানিত অতিথি জনাব মফিজুল ইসলাম (প্রধান শিক্ষক, পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়)। সম্মাননা পর্বে আরও উপস্থিত ছিলেন ল্যাম্পপোস্ট এর নির্বাহী পরিচালক Mohiuddin Jony, সভাপতি Sohanur Rahman, সাধারণ সম্পাদক ডা. একেএম রুহুল আমিন, সিনিয়র সহসভাপতি Arifuzzaman Babu সহ কার্যনির্বাহী কমিটির সকল সদস্য ও অন্যান্য স্বেচ্ছাসেবকবৃন্দ। ল্যাম্পপোস্ট এর পক্ষে আমন্ত্রিত অতিথিকে সম্মাননা স্বারক উপহার হস্তান্তর করেন সংগঠনের সভাপতি মহোদয়।

পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে সংবর্ধনা অনুষ্ঠানটি সম্পন্ন হয়। সারপ্রাইজ কুইজের মাধ্যমে সেরাদের সেরা নিবাচন, মোটিভেশনাল স্পীচ, কুইজ সমাধান, ল্যাম্পপোস্ট টি শার্ট, রাইটিং প্যাড ও ক্রেস্ট বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

কর্মসূচীর বিস্তারিত ছবি দেখতে এখানে ক্লিক করুন…………

Leave a Reply