মাদক বিরোধী সচেতনতা বিলবোর্ড - Lamppost - light for rights..    

মাদক বিরোধী সচেতনতা বিলবোর্ড

মাদক বিরোধী সচেতনতা বিলবোর্ড

মাদক বিরোধী সচেতনতা বিলবোর্ড

মাদক বিরোধী সচেতনতা বিলবোর্ড

বিলবোর্ড উন্মোচনের মাধ্যমে আলহামদুলিল্লাহ্‌ ল্যাম্পপোস্ট® -এর দীর্ঘমেয়াদি মাদক বিরোধী প্রচারণা ক্যাম্পেইন এর যাত্রা শুরু হল আজ। জন্মলগ্ন থেকে ল্যাম্পপোস্ট® তার নিজস্ব ব্যবস্থাপনায় সম্পন্ন করে আসছে তার সকল ছোটবড় কর্মসূচি। এবারো তার ব্যতিক্রম হয়নি। গ্রীস্মের এই দাবদাহ উপেক্ষা করে ল্যাম্পপোস্ট® -এর জনসংযোগ বিষয়ক সম্পাদক আরাফাত হোসাইন এবং প্রচার সম্পাদক কাওসার সৌরভ নিজ হাতেই ব্যানার লাগিয়ে উদ্বোধন করলেন এই কর্মসূচি।

উল্লেখ্য যে, ল্যাম্পপোস্ট® বিশ্বাস করে ভাড়া করা লোকে স্বেচ্ছাসেবী কাজ করানো সংগঠনের ব্যানারে লোক দেখানো কর্মসূচী মাত্র! তাই নিজেরা নিজেদের কাজ করে ভুলত্রুটি থেকে শিক্ষা নিয়ে তিলেতিলে প্রসারিত হচ্ছে ল্যাম্পপোস্ট® -এর আলো।
(দ্রষ্টব্য- পেজে সংরক্ষিত সকল ল্যাম্পপোস্ট® ইভেন্ট ভিডিও ক্লিপ)

কর্মসূচীর বিস্তারিত ছবি দেখতে এখানে ক্লিক করুন……………

Leave a Reply