৫ পর্বে ১২ গ্রামে শীতবস্ত্র বিতরণ করল ল্যাম্পপোস্ট - Lamppost - light for rights..    

৫ পর্বে ১২ গ্রামে শীতবস্ত্র বিতরণ করল ল্যাম্পপোস্ট

৫ পর্বে ১২ গ্রামে শীতবস্ত্র বিতরণ করল ল্যাম্পপোস্ট

৫ পর্বে ১২ গ্রামে শীতবস্ত্র বিতরণ করল ল্যাম্পপোস্ট

“বিজয়ের মাসে শীতকে করি জয়” এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁও এর পীরগঞ্জ উপজেলার সামাজিক সংগঠন “ল্যাম্পপোস্ট” এর উদ্যোগে ৫ পর্বে ১২ গ্রামে শীতবস্ত্র বিতরণ করল।অগ্রাহায়নের শেষ সপ্তাহ থেকে শুরু করে পৌষের মাঝামাঝি পর্যন্ত ধারাবাহিক পাঁচটি পর্বে অত্র অঞ্চলের সুবিধা বঞ্চিত প্রত্যন্ত গ্রামের অসহায় দুঃস্থ পরিবার ও এতিমখানায় ৮০ টি ডাবল লেপ, ৫৫ টি কম্বল ও প্রায় ১০০০ পিস পুরনো শীতবস্ত্র বিতরণ করেছে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার অন্যতম সক্রিয় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ল্যাম্পপোস্ট।ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর, দিনাজপুর জেলার বোঁচাগঞ্জ উপজেলার সুলতানপুর, ফুটকিবাড়ি, পীরগঞ্জ উপজেলার বৈরচুনা, মালগাঁ, ঘুগুয়া, ভাকুড়া, ভোমরাদহ, পাড়িয়া, সেনুয়া, গুয়াগাঁও ওনারায়নপুরের অসহায় শীতার্তদের শীতবস্ত্র বিতরণ করা হয়। বিতরণ তালিকা থেকে বাদ পড়েনি এতিমখানার মত দাতব্য প্রতিষ্ঠান।
ল্যাম্পপোস্ট -এর পঁচিশ হাজারের অধিক সদস্য বিশিষ্ট অত্র জেলার বৃহৎ ফেসবুক গ্রুপে শীতবস্ত্র অভিযান সংক্রান্ত সহযোগিতা আহ্বান করা হলে, নতুন/পুরাতন শীতবস্ত্র সংগ্রহে ল্যাম্পপোস্ট এর সহযোগী হিসেবে মাঠ পর্যায়ে নিরলস কাজ করে ঢাকাস্থ ফেসবুক গ্রুপ SOW (সেভ আওয়ার ওমেন ফ্রম ইভটিজিং ইন অনলাইন)। অন্যান্য আর্থিক সহযোগীদের মধ্যে রনি অটো রাইস মিল ও অনলাইন ভিত্তিক দেশ বিদেশের বেশ কিছু শুভাকাঙ্ক্ষী ক্ষুদ্র ক্ষুদ্র অনুদান ও কুরিয়ারে শীতবস্ত্র প্রেরণের মাধ্যমে ল্যাম্পপোস্ট -এর এই বৃহৎ কর্মসূচীকে পূর্ণতা দিয়েছেন।উক্ত সফল কর্মসূচী বিষয়ে ল্যাম্পপোস্ট -এর সহসভাপতি সাইফুর রহমান বাদশা বলেন- “এমন বড় পরিসরের নজিরবিহীন শীতবস্ত্র বিতরণ কর্মসূচী সফলতার সাথে সম্পন্ন করতে পেরে আমরা অত্যন্ত গর্বিত! সেই সাথে ল্যাম্পপোস্ট পরিবার আনন্দিত খুব অল্প সময়ে নিজেদের সামর্থ্য প্রমাণ করতে সক্ষম হয়েছে বলে। এসব অতি সূক্ষ্ম, দীর্ঘমেয়াদী ও দলীয় সফল পরিকল্পনার ফলাফল। ল্যাম্পপোস্ট পরিবারের পক্ষে সকল শুভাকাঙ্ক্ষীদের জানাই ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আপনাদের অনুদান সঠিক সময়ে সঠিক স্থানে পৌঁছে দিতে পেরে আমরা গর্বিত ও আনন্দিত।”

কর্মসূচির বিস্তারিত ছবি দেখতে নিজের লিন্কে ক্লিক করুন

Lamppost® -এর ১ম পর্বের শীতবস্ত্র বিতরণ (ডিসেম্বর ২০১৬)

Lamppost® -এর ২য় পর্বের শীতবস্ত্র বিতরণ (ডিসেম্বর ২০১৬)

Lamppost® -এর ৩য় পর্বের শীতবস্ত্র বিতরণ (ডিসেম্বর ২০১৬)

Lamppost® -এর ৪র্থ পর্বের শীতবস্ত্র বিতরণ (ডিসেম্বর ২০১৬)

Lamppost® -এর ৫ম পর্বের শীতবস্ত্র বিতরণ (ডিসেম্বর ২০১৬)

Leave a Reply