সমাজসেবা দিবসে সচেতনতামূলক ক্যাম্পেইন করলো ‘ল্যাম্পপোস্ট’
সমাজসেবার উদ্ভাবন, সেবায় এবার ডিজিটাইজেশন” প্রতিপাদ্য নিয়ে জাতীয় সমাজসেবা দিবসে ঠাকুরগাঁও জেলার অন্যতম স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘ল্যাম্পপোস্ট’ পালন করেছে পরিযায়ী পাখি ধরা, বিক্রি কিংবা হত্যা বিষয়ে সচেতনতামূলক এক ভিন্নধর্মী ক্যাম্পেইন। দিবসটির শ্লোগান বাস্তবায়নে এই ক্যাম্পেইনের প্রচার মাধ্যম হিসেবে ব্যবহার করা হয় ডিজিটাল পোস্টার, ব্যানার ও লিফলেট। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ১১ নং ইউনিয়নের প্রত্যন্ত বৈরচুনা, চন্দরিয়া ও রণশিয়া এলাকায় বড়বড় জলাশয় থাকায় শীত মৌসুমে এসব এলাকায় প্রচুর পরিযায়ী পাখির আগমন ঘটে। সেই সাথে চলে অসচেতন জনগোষ্ঠী কর্তৃক বিভিন্ন পদ্ধতিতে গণ নিধন প্রক্রিয়া। সীমান্তবর্তী প্রত্যন্ত এলাকা হওয়ায় স্থানীয় বাজারে প্রকাশ্যে এসব পাখি বিক্রি করে তারা। এমন সংবাদের ভিত্তিতে এলাকার সচেতন যুব সমাজের আহ্বানে সচেতনতা ক্যাম্পেইন পরিচালনার উদ্যোগ নেয় ল্যাম্পপোস্ট। এসব এলাকার বাজার গুলোর গুরুত্বপূর্ণ স্থানে লাগানো হয় ডিজিটাল পোস্টার ও ব্যানার। বিলি করা হয় সচেতনতামূলক লিফলেট। এই উদ্যোগে একাত্মতা ও সর্বাত্মক সহযোগিতা করেন ১১ নং ইউপি চেয়ারম্যান জনাব জালালউদ্দিন। ল্যাম্পপোস্ট -এর দপ্তর ও পাঠাগার সম্পাদক মোঃ আবু সাঈদ আরিফুজ্জামান আতিক উক্ত ক্যাম্পেইন পরিচালনা দায়িত্ব পালন করেন। তিনি বলেন- “গত বছরটি ছিল সংগঠন হিসেবে ল্যাম্পপোস্ট নাম প্রতিষ্ঠিত করার বছর, আলহামদুলিল্লাহ্ তা আমরা দলীয় পরিকল্পনা ও সফল কার্যক্রম দ্বারা সক্ষম হয়েছি। প্রতিষ্ঠার প্রথম দিন থেকে ল্যাম্পপোস্ট মানেই সামাজিক উন্নয়নে ভিন্ন ধারার সৃজনশীল পরিকল্পনা এবং মাঠ পর্যায়ে তার বাস্তব প্রতিফলনের নাম। তারই ধারাবাহিকতায় নতুন বছরে এমন একটি ভিন্ন ধারার কর্মসূচী দিয়ে যাত্রা শুরু করল ল্যাম্পপোস্ট, যা অত্র অঞ্চলে প্রথম কোন সংগঠন হিসেবে পালন করলাম আমরা।”