মাননীয় প্রধানমন্ত্রী বরাবর ল্যাম্পপোস্ট’র স্মারকলিপি প্রেরণ - Lamppost - light for rights..    

মাননীয় প্রধানমন্ত্রী বরাবর ল্যাম্পপোস্ট’র স্মারকলিপি প্রেরণ

মাননীয় প্রধানমন্ত্রী বরাবর ল্যাম্পপোস্ট’র স্মারকলিপি প্রেরণ

মাননীয় প্রধানমন্ত্রী বরাবর ল্যাম্পপোস্ট’র স্মারকলিপি প্রেরণ

মাননীয় প্রধানমন্ত্রী বরাবর ল্যাম্পপোস্ট’র স্মারকলিপি প্রেরণ সম্পন্ন

ল্যাম্পপোস্ট® উদ্যোগে ১১১৭ শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গত ২২ অক্টোবর সম্পন্ন হয় পীরগঞ্জ সরকারি কলেজে শিক্ষার্থী পরিবহণ মোটরবাস ও আবাসিক হোস্টেল বরাদ্দ বিষয়ক গণস্বাক্ষর কর্মসূচী।

অতঃপর, গত ২৬ অক্টোবর শিক্ষার্থীদের গণস্বাক্ষর সংযুক্ত স্মারকলিপি মাননীয় প্রধানমন্ত্রী বরাবর প্রেরণে জমা দেয়া হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা পীরগঞ্জ ও জেলা প্রশাসক ঠাকুরগাঁও এর দপ্তরে। জেলা প্রশাসক মহোদয় নিজ হস্তে স্বারকলিপি গ্রহণ করেন এবং উক্ত উদ্যোগের প্রশংসা করে দ্রুত মাননীয় প্রধানমন্ত্রী বরাবর প্রেরণ বিষয়ে আশ্বস্ত করেন। জমা কপির সত্যায়িত অনুলিপি হস্তান্তর করা হয় ল্যাম্পপোস্ট এর সদস্যদের হাতে।

কর্মসূচীর বিস্তারিত ছবি দেখতে এখানে ক্লিক করুন……………

Leave a Reply