পঞ্চগড়-ঢাকা সরাসরি আন্তঃনগর ট্রেন দাবীতে মানববন্ধন কর্মসূচী
বিরুপ আবহাওয়ার কারণে নির্ধারিত দিন ১২ সেপ্টেম্বর ২০১৬, সকাল ১১ টার কর্মসূচী পিছিয়ে নিতে হয় বিকেল ৪ টায়। কর্মসূচী নিয়ে প্রায় ২৭ কিঃমিঃ গন্তব্যে Lamppost টিম যখন রওয়ানা দিচ্ছে মেঘাচ্ছন্ন আকাশের অবিরত হুমকিতে চাপা শঙ্কা ছিল কর্মসূচী আদৌ সফলতা পাবে কি না। চলতি পথে ভাতারমারি ফার্ম রেল ঘুন্টিতে আমরা যখন একটি ছোট পরিসরে অনুশীলনমূলক মানববন্ধনের প্রস্তুতি নিচ্ছি আশপাশের মানুষের স্বতঃস্ফূর্ত আগ্রহ যেন আমাদের সকল শঙ্কা নিমিষেই ঝেড়ে ফেলে! এবার ঠাকুরগাঁও চৌরাস্তায় পৌঁছে আমাদের অভিভূত হওয়ার পালা। পথচারীদের আহ্বান জানানো মাত্র সর্বস্তরের মানুষের হাতে হাত বেঁধে একাত্মতা ঘোষণা দেখে সত্যিই শিহরিত হই আমরা। যোগদান করেন সুধী সমাজের অনেক পরিচিত মুখ। যেমনটি চেয়েছিলাম তার চেয়েও কয়েকগুণ বেশি সফলতা পেয়ে গেলাম যেন আমরা! চৌরাস্তায় প্রায় ১ ঘণ্টা অবস্থান শেষে আমাদের গন্তব্য ঠাকুরগাঁও রেল স্টেশন প্ল্যাটফর্ম। সময়মত পৌঁছে গেল ল্যাম্পপোস্ট টিম। নিরাশ হলাম না এখানেও। এলাকাবাসীর নিখাদ ভালবাসা ও স্বতঃস্ফূর্ত সহযোগিতায় হাতে হাত রেখে দৃঢ় চিত্তে দাবীর পক্ষে একাত্মতা ঘোষণা করলLamppost. শুভকামনা জানিয়ে বিদায় জানানো হল ল্যাম্পপোস্ট পরিবারকে।
মানববন্ধন কর্মসূচীটি সাফল্যমণ্ডিত করতে যাদের উপস্থিতি ল্যাম্পপোস্ট কে চির কৃতজ্ঞ করেছে তাঁরা হলেন- জেলা আওয়ামী লীগ সহ সভাপতি মাহাবুবুর রহমান খোকন, জেলা ছাত্রলীগ সহ সভাপতি মানিক আলী, জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কামরুজ্জামান সুনাম, জেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক স্বপন চৌধুরী, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সানোয়ার পারভেজ পুলক, সহ সম্পাদক রায়হান হোসেন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আবু তোরাব, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন ঐক্য পরিষদের সমন্বয়ক ও ছাত্র নেতা আসাদুজ্জামান রনি, সংগঠক পরিতোষ রবি, ঠাকুরগাঁও সদর থানা ছাত্রলীগের সহ সভাপতি সোহেল রানা, পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মারুফ, ঠাকুরগাঁও পৌরসভা কাউন্সিলর নুরু, সাংবাদিক তানভীর হাসান তানু, সাংবাদিক রবিউল এহসান রিপন, সাংবাদিক নাহিদ হাসান রিপন, সাংবাদিক শাকিল আহমেদ, সাংবাদিক আবদুল আওয়াল, কবি আহমেদ রাজু, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী শাহাবুদ্দীন খান লার্জ, ঠাকুরগাঁও জেলা রেডক্রিসেন্ট সেক্রেটারি সৈয়দ সোলায়মান, ঠাকুরগাঁও জেলার প্রসিদ্ধ ফটোগ্রাফার রেজাউল হাফিজ রাহী প্রমুখ।