বিনামূল্যে স্বাস্থ্য সেবা ক্যাম্প-(২৯ এপ্রিল ২০১৬) - Lamppost - light for rights..    

বিনামূল্যে স্বাস্থ্য সেবা ক্যাম্প-(২৯ এপ্রিল ২০১৬)

বিনামূল্যে স্বাস্থ্য সেবা ক্যাম্প-(২৯ এপ্রিল ২০১৬)

“বিনামূল্যে স্বাস্থ্য সেবা ক্যাম্প”

২৯ এপ্রিল ২০১৬ শুক্রবার, পীরগঞ্জ রাণীশংকৈল সীমান্তবর্তী গ্রাম পটুয়া পাড়ায় সমাজের অসহায় ও সুবিধা বঞ্চিত ৫৭ জনের প্রবীণ জনগোষ্ঠীকে সেবা দানের মাধ্যমে সম্পন্ন হয়ে গেল ল্যাম্পপোস্ট-এর ‘বিনামূল্যে স্বাস্থ্য সেবা ক্যাম্প’র আয়োজন। উক্ত কর্মসূচী পরিকল্পনা ও চিকিৎসা সেবা নিশ্চিত করেন ল্যাম্পপোস্ট’র অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ডা. একেএম রুহুল আমিন। ল্যাম্পপোস্ট স্বেচ্ছাসেবকবৃন্দ উক্ত কর্মসূচী বাস্তবায়নে নিরলস পরিশ্রম করেন।

আগামীতে দেশের যে কোন প্রান্তে এভাবেই সমাজের অসহায়, দুঃস্থ, অবহেলিত ও নিগৃহীত প্রবীণ জনগোষ্ঠীর পাশে ল্যাম্পপোস্ট তার সামর্থ্য মোতাবেক আলোক বিচ্ছুরণে সদা তৎপর থাকবে শপথের মাধ্যমে উক্ত কর্মসূচী সমাপ্তি ঘোষণা করা হয়।

Leave a Reply