প্রজন্মের শপথ-এর ২য় রাউন্ড(২০১৬)
প্রজন্মের শপথ-এর ২য় রাউন্ড সম্পন্নল্যাম্পপোস্ট অফিসিয়াল নাম্বারে মায়া চৌধুরী নামে ঠিকানা প্রকাশে অনিচ্ছুক এক শুভাকাঙ্ক্ষী যখন সুবিধা বঞ্চিত শিশু গুলোর জন্য তার সামর্থ্য মোতাবেক কিছু করতে চাওয়ার ইচ্ছা আমাদের জানালেন। সেই মুহূর্ত থেকে ২য় রাউন্ড কর্মসূচী পালন মাত্র সময়ের ব্যপার ছিল! এবার ল্যাম্পপোস্ট টিম গিয়েছিল ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার ভবানীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে। আমরা মুগ্ধ হয়েছি প্রধান শিক্ষকের আন্তরিক সহযোগিতায়। সাদা মন সাদা প্রাণ, প্রজন্মের হোক জয়গান শ্লোগানকে সামনে রেখে এখানকার ৫০ জন সুবিধা বঞ্চিত শিশুকে প্রজন্মের শপথ পাঠ পরবর্তী প্রতীকী সাদা খাতা (১ দিস্তা সমপরিমান) ও কলম (১টি) উপহার দেয়া হয়। বিদায় বেলায় ল্যাম্পপোস্ট কর্তৃপক্ষ বরাবর শিশুদের জন্য ৫০ টি স্কুল ব্যাগের ফরমায়েশ রাখেন প্রধান শিক্ষক। জানালেন, এদের কারো স্কুল ব্যাগ নেই। সামর্থ্য মোতাবেক পরবর্তী রাউন্ডের স্বপ্ন নিয়ে সমাপ্তি ঘোষণা করা হয় ২য় রাউন্ডের।