খেঁটে খাওয়া মানুষগুলোর তেষ্টা নিবারণে - Lamppost - light for rights..    

খেঁটে খাওয়া মানুষগুলোর তেষ্টা নিবারণে

খেঁটে খাওয়া মানুষগুলোর তেষ্টা নিবারণে

মহান মে দিবসে খেঁটে খাওয়া মানুষ গুলোর তৃষ্ণা মেটাল ল্যাম্পপোস্ট    ১ মে রবিবার ২০১৬, সভ্যতার কারিগর নামে খ্যাত নিদারুণ পরিশ্রমী ১০০ শ্রমিক মজুরকে বিনামূল্যে শীতল পানি ও ওরস্যালাইন পান করান ল্যাম্পপোস্টের স্বেচ্ছাসেবকবৃন্দ। গ্রীষ্মের দাবদাহ থেকে ক্ষণিকের প্রশান্তি দিতে আলহামদুলিল্লাহ্‌ খুব অল্প সময়ের ব্যবধানে ঘর্দমাক্ত মানুষগুলোর তেষ্টা নিবারণে সক্ষম হয় ল্যাম্পপোস্ট।ভবিষ্যতে সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষগুলোর জন্য ল্যাম্পপোস্ট এমন বেশ কিছু পদক্ষেপ নিবে আশাবাদ ব্যক্ত করে কর্মসূচীর সমাপ্তি ঘোষণা করা হয়।

Leave a Reply