মিশন লাল সবুজ - ২০২৪ - Lamppost - light for rights..    

মিশন লাল সবুজ – ২০২৪

মিশন লাল সবুজ – ২০২৪

মিশন লাল সবুজ – ২০২৪

সম্পন্ন হয়েছে স্বেচ্ছাসেবী যুব সংগঠন ল্যাম্পপোস্ট-এর সিগনেচার কর্মসূচি মিশন লাল সবুজ। কর্মসূচীর ১০ম বছর ছিল এটা। বিগত বছরগুলোর মত সামাজিক বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে টিম ল্যাম্পপোস্ট এবারও মেতেছিল বর্ষা উৎসবে। কড়া রোদ আর মেঘবৃষ্টির লুকোচুরিতে টানা দুইদিনের কর্মসূচীতে একশটি উন্নতমানের চারাগাছ রোপণ করা হয়েছে। যেগুলোর গড় উচ্চতা ছিল ৮ ফুট। নিবেদিত স্বেচ্ছাসেবকবৃন্দ পরম যত্নের সাথে প্রতিটি চারাগাছ রোপন করেছেন। বৈশ্বিক উষ্ণতা ও তীব্র তাপদাহ প্রতিরোধের মাধ্যমে ইকো ফ্রেন্ডলি নগরায়ন বিনির্মানে ল্যাম্পপোস্টের বাৎসরিক বৃক্ষরোপণ কর্মসূচি চলমান থাকবে। এর মাধ্যমে জাতিসংঘ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার ১৩ নং লক্ষ্য অর্জনে অবদান রাখছে ল্যাম্পপোস্ট। শুভাকাঙ্ক্ষী যারা এই কর্মসূচিতে আর্থিকভাবে, মানসিকভাবে কিংবা শারীরিকভাবে সহায়তা করেছেন তাঁদের সকলকে ল্যাম্পপোস্ট পরিবারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনাদের সহায়তা টিম ল্যাম্পপোস্টকে আরও ঐক্যবদ্ধ করে, নিত্যনতুন চ্যালেঞ্জ নিতে উৎসাহিত করে। আমরা এগিয়ে চলেছি৷ ইনশাআল্লাহ আলো আসবেই!