বৈশ্বিক উষ্ণতা প্রশমনে খোলা চিঠি - Lamppost - light for rights..    

বৈশ্বিক উষ্ণতা প্রশমনে খোলা চিঠি

বৈশ্বিক উষ্ণতা প্রশমনে খোলা চিঠি

বৈশ্বিক উষ্ণতা প্রশমনে খোলা চিঠি

মাননীয় রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্পিকার, ১২ জন সিটি করপোরেশন প্রধান, ৩৩১ জন পৌর মেয়র, ৬৪ জন জেলা প্রশাসক, ৪৯৫ জন উপজেলা নির্বাহী অফিসার ও ১ জন হিট অফিসার বরাবর ডাক যোগে খোলা চিঠি দিয়েছি টিম ল্যাম্পপোস্ট। ধারাবাহিকভাবে বৈশ্বিক উষ্ণতা বেড়েই চলেছে। প্রতি বছর গ্রীষ্ম মৌসুমে তীব্র তাপদাহে জনজীবন ওষ্ঠাগত অবস্থা বিরাজ করে। উষ্ণতা প্রশমনে পর্যাপ্ত পরিমাণে বৃক্ষরোপণের বিকল্প নেই। বনরাজি বৃষ্টিপাত ঘটাতে সহায়তা করে। এই জরুরি অবস্থা নিরসনে আমাদের এখন তাৎক্ষণিক সমাধান প্রয়োজন এজন্য কদম ও কৃষ্ণচূড়ার মত এমন কিছু গাছ আছে যা কষ্ট সহিষ্ণু ও মাত্র ২ বছরে দৃশ্যমান ফলাফল দিতে যথেষ্ট। উক্ত প্রাকৃতিক সংকট সমাধানের তাৎপর্য উল্লেখ করে প্রয়োজনীয় পরামর্শ ও সমাধান জানিয়ে আমরা খোলা চিঠি দিয়েছি দেশের স্থানীয় সরকারের বিভিন্ন স্তরের উচ্চপদস্থ আইন প্রণেতা ও বাস্তবায়নকারীদের দপ্তরে।