১ লক্ষ উন্মুক্ত পত্রলিখন কর্মসূচি - Lamppost - light for rights..    

১ লক্ষ উন্মুক্ত পত্রলিখন কর্মসূচি

১ লক্ষ উন্মুক্ত পত্রলিখন কর্মসূচি

১ লক্ষ উন্মুক্ত পত্রলিখন কর্মসূচি

মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বিজয় মেলার স্টলে উদ্বোধন হয়ে গেল ঠাকুরগাঁও বিমানবন্দর চালু দাবীতে “১ লক্ষ উন্মুক্ত পত্রলিখন কর্মসূচি”। দীর্ঘমেয়াদি এই কর্মসূচী চলমান থাকবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ও জনসমাগম পূর্ণ স্থানে। উদ্বোধনী দিনে অভূতপূর্ব সাড়া পেয়েছি আমরা। প্রায় ৫০০ জন বিভিন্ন শ্রেনী পেশার সচেতন নাগরিক নিজেদের আকাঙ্ক্ষার কথা লিখেছেন মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর। আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল উন্মুক্ত পোস্ট কার্ড। নতুন প্রজন্ম পরিচিত হয়েছে ডাক বিভাগের পোস্ট কার্ড সম্পর্কে। তাদের অভিজ্ঞতা হয়েছে হাতে লিখা চিঠি সম্পর্কে। তারা জানতে পেরেছে এভাবে খুব সস্তায় হাতে লিখে উন্মুক্তভাবে লিখার সুযোগ আছে। উচ্ছ্বসিত জনসমাগম আমাদেরকে অনুপ্রাণিত করেছে। টিম ল্যাম্পপোস্টের পক্ষে উপজেলা প্রশাসনকে কৃতজ্ঞতা জানাই এমন একটা সুযোগ করে দেয়ার জন্য।