জনবহুল স্থান ও পাবলিক পরিবহনে জনসচেতনতামূলক স্টিকার বিতরণ - Lamppost - light for rights..    

জনবহুল স্থান ও পাবলিক পরিবহনে জনসচেতনতামূলক স্টিকার বিতরণ

জনবহুল স্থান ও পাবলিক পরিবহনে জনসচেতনতামূলক স্টিকার বিতরণ

জনবহুল স্থান ও পাবলিক পরিবহনে জনসচেতনতামূলক স্টিকার বিতরণ

জলবায়ু, মানবাধিকার, জেন্ডার ও মাদক বিষয়ে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত পাবলিক পরিবহন স্ট্যান্ড ও জনবহুল স্থানে স্টিকার বিতরণ করা হয়েছে। জনসচেতনতায় এসময় ৬ টি ভিন্ন স্লোগান সম্বলিত স্টিকার বিতরণ করা হয়। টিম ল্যাম্পপোস্ট উক্ত সফল কর্মসূচি স্বতঃস্ফূর্তভাবে পালন করেন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সরাসরি সচেতনতা বিষয়ে উদ্বুদ্ধ করেন। কর্মসূচি বাস্তবায়নে সহায়তা করেছেন ইউরোপীয়ান ইউনিয়ন, প্ল্যান ইন্টারন্যাশনাল ও আর্টিকেল ১৯।