Each One Plant One - Lamppost - light for rights..    

Each One Plant One

Each One Plant One

Each One Plant One

মিশন লাল সবুজের পাশাপাশি উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয়েছে ল্যাম্পপোস্ট পরিবারের নতুন কর্মসূচি “Each one Plant one”। এই কর্মসূচিতে গুরুত্বপূর্ণ স্থান সনাক্ত হওয়া মাত্র বৃক্ষরোপণ কর্মসূচি পালন করবে ল্যাম্পপোস্ট। এক্ষেত্রে নির্দিষ্ট মৌসুমের অপেক্ষা করা হবেনা এবং অসময়ে রোপণকৃত চারাগাছের অতিরিক্ত যত্ন নেয়া হবে। কর্মসূচির প্রথম ধাপে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের চারিপাশে বেশকিছু উন্নতমানের কৃষ্ণচূড়া রোপণ করা হয়েছে। জেলা পরিষদ মার্কেটের সামনে পূর্বে রোপিত কিছু চারাগাছ মৃত শনাক্ত হওয়ায় সেখানেও নতুন করে রোপণ করা হয়। এই কর্মসূচি বাস্তবায়নে সহায়তা করেছেন ইউরোপীয়ান ইউনিয়ন, প্ল্যান ইন্টারন্যাশনাল ও আর্টিকেল ১৯।