একুশে বই পড়া প্রতিযোগিতা - Lamppost - light for rights..    

একুশে বই পড়া প্রতিযোগিতা

একুশে বই পড়া প্রতিযোগিতা

একুশে বই পড়া প্রতিযোগিতা

নতুন প্রজন্মের মাঝে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ল্যাম্পপোস্ট আয়োজন করেছিল “একুশে বই পড়া প্রতিযোগিতা-২০২৪”। সপ্তাহব্যাপী আগ্রহীদের গুগল ফরমে আবেদনের ভিত্তিতে কয়েকটি ধাপে প্রতিযোগি নির্ধারণ করা হয়। অত:পর সাহিত্য প্রেমীদের অংশগ্রহণে প্রাণ সঞ্চার ঘটেছিল নতুন এই আয়োজনের। অংশগ্রহনকারী সকল প্রতিযোগিকে আন্তর্জাতিক মানের সনদ প্রদান করা হয়। চূড়ান্ত বিজয়ী ৩ জনকে পুরস্কৃত করা হয়। এই আয়োজনের অর্থায়ন করেছে ইউরোপীয়ান ইউনিয়ন ও সহযোগিতা করেছে প্ল্যান ইন্টারন্যাশনাল ও আর্টিকেল ১৯।