৯ম বাৎসরিক শীতবস্ত্র বিতরণ কর্মসূচী
বরাবরের মত উত্তরবঙ্গে চলছে টানা শৈত্যপ্রবাহ। ভৌগোলিক কারণে উত্তরে শীতের প্রকোপ সবচেয়ে বেশি থাকে। এখানে নিম্ন আয়ের সুবিধাবঞ্চিত অনেক পরিবারে তীব্র শীত নিবারণের মত পর্যাপ্ত শীতবস্ত্র নেই। দিনের তাপমাত্রা কোনোভাবে অতিক্রম করলেও হিমশীতল রাতগুলো যেন বিভীষিকাময় অধ্যায়। শীত মৌসুমে প্রতিবছর ল্যাম্পপোস্ট সুবিধাবঞ্চিত মানুষের মাঝে উন্নতমানের শীত নিবারক বিতরণ করে থাকে। চিহ্নিত দুস্থ পরিবারে ও এতিমখানায় ২ পর্বে কভার সহ ৫০ পিস ডাবল লেপ বিতরন করা হয়েছে এবার। হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মেঝেতে শোয়ার জন্য ৭ টি তোষক সংস্থান করা হয়েছে। বিতরণ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মহোদয় ও সমাজসেবা কর্মকর্তা।
৯ম শীতবস্ত্র বিতরণ কর্মসূচীতে দূরের কিংবা কাছের শুভাকাঙ্ক্ষী যারা আর্থিক সহায়তা দিয়ে কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করেছেন তাঁদের সকলের প্রতি ল্যাম্পপোস্ট পরিবার চিরকৃতজ্ঞ থাকবে। মহান সৃষ্টিকর্তা আপনাদের দান কবুল করুন।