মিশন লাল-সবুজ (৯ম বাৎসরিক বৃক্ষরোপণ কর্মসূচি)
উত্তরাঞ্চলের সমৃদ্ধ ভূমি অনাবৃষ্টির কারণে মরুভূমিতে রূপান্তর হতে চলেছে। এখনই জরুরি ও টেকসই পদক্ষেপ না নিলে ভয়াবহ দূর্যোগের মুখোমুখি হতে হবে। বনভূমি বৃষ্টিপাত ঘটাতে সহায়তা করে। মাটির ক্ষয়রোধ করে ও প্রকৃতি শীতল রাখে। আসন্ন প্রাকৃতিক দূর্যোগ থেকে রক্ষা পেতে অনাবাদি জমিতে প্রচুর গাছ রোপণ করতে হবে।
ইমার্জেন্সি ক্লাইমেট একশন হিসেবে ল্যাম্পপোস্ট দীর্ঘমেয়াদি মিশন লাল-সবুজ বাস্তবায়ন করে আসছে। এবছর (২০২৩) মিশনের ৯ম বর্ষের কার্যক্রম সম্পন্ন হয়েছে। শতাধিক কৃষ্ণচূড়া চারা রোপণ করা হয়েছে। যেসব শুভাকাঙ্ক্ষী প্রতিবছর গাছ সংগ্রহে আর্থিকভাবে সহায়তা করে উদ্যোগটি সফল করে চলেছেন সকল ল্যাম্পপোস্ট পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
(আবহাওয়া অধিদফতরের দেওয়া তথ্য অনুযায়ী, গত ৩০ বছরে জুলাই, ২০২২ এর গড় বৃষ্টিপাতের তুলনায় ৫৭ দশমিক ৬ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছিল। গতবছর বছর জুলাইয়ে গড় বৃষ্টিপাত ছিল ২১১ মিলিমিটার (মি.মি.), যা ১৯৮১ সালের পর সর্বনিম্ন।)