ভ্রাম্যমাণ ইফতার বিতরণ কর্মসূচি
কিছু ছিন্নমূল মানুষ শহরে আসেন কিছু প্রাপ্তির প্রত্যাশা নিয়ে। রমজান মাস তাদের জন্য অনেক বড় একটা উপলক্ষ। সারাবছর অপেক্ষা করেন এই সময়টার জন্য। সারাদিন দোকানপাট আর আবাসিক এলাকাগুলোতে এদের বিচরণ দেখা যায়। কখনো একা বা কখনো দল বেঁধে। সন্ধ্যা নামার আগে সারাদিনের পরিশ্রান্ত শরীর নিয়ে তারা যখন বাড়িতে ফেরার পথে এবার তাদের জন্য ছিল ল্যাম্পপোস্ট পরিবারের ভ্রাম্যমাণ ইফতার বিতরণ কর্মসূচি।
সীমিত সামর্থ্যের মধ্যে ৫০ জন প্রবীণ ও শ্রমজীবী মুসাফিরের হাতে উন্নতমানের ইফতার প্যাকেট বিতরণ করা হয়েছে।