দেশটাকে পরিস্কার করি দিবস-২০১৮    

দেশটাকে পরিস্কার করি দিবস-২০১৮

দেশটাকে পরিস্কার করি দিবস-২০১৮

দেশটাকে পরিস্কার করি দিবস-২০১৮

প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে “পরিবর্তন চাই” এর ব্যানারে এবারের “দেশটাকে পরিষ্কার করি দিবস- ২০১৮” পালিত হয়েছে দেশের জেলা এবং উপজেলা সদরের ১৬৪ টি স্থানে।

এই ধারাবাহিকতায় গতবছরের ন্যায় পীরগঞ্জ উপজেলায় পালিত হয়েছে এই দিবসটি। পীরগঞ্জে “পরিবর্তন চাই” এর স্থানীয় স্বেচ্ছাসেবী সহযোগী সংগঠন হিসেবে দিবসটি পালন করেছে “ল্যাম্পপোস্ট”।

সকাল ১১ টায় ল্যাম্পপোস্ট কার্যালয় চত্বর থেকে পরিস্কার অভিযান শুরু করেন উপস্থিত সদস্য বৃন্দ। পর্যায়ক্রমে রেলস্টেশন ও শহরের গুরুত্বপূর্ণ স্থান গুলো প্রদক্ষিণ ও পরিস্কার অভিযান পরিচালনা করেন অভিযানে অংশগ্রহণকারী সদস্যবৃন্দ।

za1 za2 za3 za4 za5 za6 za7 za8 za9 za0

Leave a Reply