বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা মূলক কর্মশালা
ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জে বণিক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে দিনব্যাপী বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা মূলক কর্মশালা সম্পন্ন করেছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ল্যাম্পপোস্ট। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ভিএসও এর সার্বিক সহযোগিতায় কর্মশালা পরিচালিত হয়। জাতিসংঘ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে নেটওয়ার্কিং এর মাধ্যমে ভিএসও এ্যালামনাই এসোসিয়েশন এর সাথে যৌথভাবে কাজ করে যাবে ল্যাম্পপোস্ট।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিক সামসুন নাহার বেগম। বিশেষ দিকনির্দেশনা দেন সহকারী শিক্ষক শাহে আলম ও জামাল উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন দি ডেইলি ইন্ডাস্ট্রি পত্রিকার উপজেলা প্রতিনিধি দীপেন রায়, প্রেস ক্লাব পীরগঞ্জের ক্রীড়া সম্পাদক জাকির হোসেন এবং সাংবাদিক তামিম আহমেদ বাদল।
শিক্ষার্থীদের শপথ গ্রহণের পাশাপাশি উন্মুক্ত আলোচনায় বক্তারা বাল্যবিবাহ প্রতিরোধ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। কর্মশালা শেষে বিদ্যালয় কর্তৃপক্ষ বরাবর “বাল্যবিবাহ একটি শাস্তি যোগ্য অপরাধ” শীর্ষক প্রচারণা নির্দেশিকা হস্তান্তর করা হয়।
বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা মূলক কর্মশালা click here and see more…