দুঃস্থ মেধাবী শিক্ষার্থী সহায়তা কার্যক্রম
দুঃস্থ মেধাবী শিক্ষার্থী সহায়তা কার্যক্রম
রতন হেম্ব্রম (রাম) কে তার ভর্তি ফি বাবদ সম্পূর্ণ টাকা হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করল Lamppost®
উল্লেখ্য যে, মাঠে কাজ করে পড়ালেখা চালানো পিতৃমাতৃহীন আদিবাসী রতন হেম্ব্রম (রাম) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগে সুযোগ পেয়েও যখন ভাইয়ের পারিবারিক অনটনে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছিল তখন বিভিন্ন মাধ্যমে খবর পেয়ে Lamppost® তার ভর্তি ফি সংগ্রহের দায়িত্ব গ্রহণ করে এবং শুভাকাঙ্ক্ষীদের অভাবনীয় সাড়ায় মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে জোগাড় হয় রামের ভর্তি ফি!
গত ৫ জানুয়ারি সকল শঙ্কা কাটিয়ে নির্ভাবনায় সম্পন্ন হয় রামের ভর্তি প্রক্রিয়া। অতঃপর Lamppost® টিমকে কৃতজ্ঞতা জানাতে সে সোজা চলে আসে Lamppost💡ল্যাম্পপোস্ট® কার্যালয়ে। এখানে তার জন্য প্রেরিত ভর্তি ফি’র অতিরিক্ত বাড়তি টাকা (৮,৫০০) হস্তান্তর করেন Lamppost® সদস্যরা।
রামের জন্য শুভকামনা…