পীরগঞ্জে ল্যাম্পপোস্ট’র সান্ধ্যকালীন অবৈতনিক শিক্ষা কার্যক্রমের উদ্বোধন - Lamppost - light for rights..    

পীরগঞ্জে ল্যাম্পপোস্ট’র সান্ধ্যকালীন অবৈতনিক শিক্ষা কার্যক্রমের উদ্বোধন

পীরগঞ্জে ল্যাম্পপোস্ট’র সান্ধ্যকালীন অবৈতনিক শিক্ষা কার্যক্রমের উদ্বোধন

পীরগঞ্জে ল্যাম্পপোস্ট’র সান্ধ্যকালীন অবৈতনিক শিক্ষা কার্যক্রমের উদ্বোধন

স্বেচ্ছাসেবি সংগঠন ল্যাম্পপোষ্ট এর উদ্যোগে ৪ জানুয়ারী সান্ধকালীন অবৈতনিক শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।এলাকার  ৩ শতাধিক সুবিধাবঞ্চিত দরিদ্র শিক্ষার্থীদের পড়ালেখায় কোচিং এর বিকল্প হিসেবে সম্পূর্ণ বিনা বেতনে পাঠদানের উদ্দেশ্যকে সামনে রেখে ২০১১ সালের ১১ই নভেম্বর ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার প্রত্যন্ত উজ্জ্বলকোঠা, রাঙ্গালীকুড়া গ্রামে অরবিন্দু রায়ের পরিচালনায় যাত্রা শুরু হয়েছিল সান্ধ্যকালীন অবৈতনিক “জন্মদিন স্কুল”এর। বিগত পাঁচ বছরে পর্যাপ্ত সহযোগিতার অভাবে অলাভজনক এই মহৎ উদ্যোগ বন্ধ হওয়ার উপক্রম হলে অত্র অঞ্চলের অন্যতম সক্রিয় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ল্যাম্পপোস্ট “জন্মদিন স্কুল”র সার্বিক দায়িত্ব গ্রহণের ইচ্ছা পোষণ করেন। সেই মোতাবেক বছরের শুরুতেই “জন্মদিন” প্রতিষ্ঠাতা অরবিন্দু রায় কে সাথে নিয়ে নতুন করে যৌথভাবে ফিতা কেটে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ল্যাম্পপোস্ট এর নির্বাহী পরিচালক মোঃ আব্দুল্লাহ্ আল মহিউদ্দীন জনি। এসময় অন্যান্য সদস্যদের মাঝে উপস্থিত ছিলেন ল্যাম্পপোস্ট -এর পাঠাগার ও দপ্তর সম্পাদক আবু সাঈদ আরিফুজ্জামান আতিক, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক রনি গাজী, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাজ্জাদ লিমন, আশিক, আশিস, নিঝুম, সবুজ প্রমুখ।

কর্মসূচীর বিস্তারিত ছবি দেখতে এখানে ক্লিক করুন……………

Leave a Reply