চা শ্রমিকদের জন্য একদিনের আমিষ খাবার বিতরণ কর্মসূচি
জেনেছিলাম সীমিত আয়ের গ্যাঁড়াকলে পুষ্টিহীনতার চরম পরিস্থিতিতে বেড়ে উঠেছে চা শ্রমিকদের প্রতিটি প্রজন্ম৷ একটুতেই রোগশয্যায় কর্মহীন হচ্ছেন তারা। ল্যাম্পপোস্ট পরিবার এই শূন্যতা উপলব্ধি করেছে৷ আমরা চেষ্টা করেছি অন্তত একটা দিন তাদের জীবনে অন্যরকম একটা উৎসব…