চা শ্রমিকদের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প - Lamppost - light for rights..    

চা শ্রমিকদের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প

চা শ্রমিকদের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প

চা শ্রমিকদের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প

চা আমাদের অন্যতম একটি অর্থকরী ফসল। চায়ের সাথে সম্পৃক্ত শ্রমিকদের সুস্থতা আমাদের বৈদেশিক মুদ্রা আয়ের পথ তরান্বিত করতে পারে। তাই ল্যাম্পপোস্ট পরিবারের এবারের আয়োজন ছিল প্রত্যন্ত সীমান্তবর্তী এলাকার একটি চা বাগানের শ্রমিকদের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা পরামর্শ ক্যাম্প। দিনব্যাপী আমরা ৫০ জন চা শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের জরুরি স্বাস্থ্যসেবা পরামর্শ দেয়ার চেষ্টা করেছি যাতে তারা অদূর ভবিষ্যতে বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকিতে না পড়ে। আক্রান্তদেরকে সহজলভ্য চিকিৎসার পথ দেখানো হয়েছে। জরুরি প্রয়োজনে বাজারের সর্বনিম্ন ও কার্যকরী ঔষধ সম্পর্কে অবগত করা হয়েছে। কৃতজ্ঞতা ডাঃ মোঃ আব্দুল্লাহ আল মেসবাহউদ্দিন (সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও উপদেষ্টা ল্যাম্পপোস্ট) কে উক্ত সফল ইভেন্ট ধৈর্যের সাথে সম্পন্ন করার জন্য।

সুস্বাস্থ্যের জন্য সুষম খাদ্যাভ্যাসের বিকল্প নেই। স্বল্প আয়ের মানুষ গুলো দুবেলা ভরপেট খাদ্য সংস্থানে যখন হিমশিম খাচ্ছে তখন দৈনিক সুষম বা উৎকৃষ্ট খাবারের তালিকা তাদের জন্য রূপকথার গল্প। দেশব্যাপী আমাদের চা শ্রমিকেরা তাদেরই অংশ যারা যুগের পর যুগ শুধু বেঁচে থাকার সংগ্রাম করছে। অপুষ্টিতে রোগপ্রতিরোধ ক্ষমতা শূন্যের কোটায়। একদিকে স্বাস্থ্যসম্মত উন্নত খাবারের অভাব অথচ পরিশ্রম গতানুগতিক ফলে মূহুর্তে রোগশোকে আক্রান্ত হয়ে শয্যাশায়ী হয় তারা। থমকে যায় পরিবারের দৈনিক রোজগার। দারিদ্রতা প্রকট হয়। সিন্ডিকেটের এই যুগে চিকিৎসা সেবা আর দৈনিক ঔষধের সংস্থান যেন গোদের উপর বিষফোঁড়া হয়ে দেখা দেয়। হতাশা আর নিরাশায় রুগ্ন শরীরে কাজে ফিরতে বাধ্য হয়। উৎপাদন কমে যায়। ক্ষতিগ্রস্ত হয় কারখানা। ক্ষতিগ্রস্ত হয় দেশ। স্বেচ্ছাসেবী যুব সংগঠন ল্যাম্পপোস্ট এর এবারের আয়োজন ছিল এসব সুবিধাবঞ্চিত খেটে খাওয়া মানুষগুলোর জন্য বিনামূল্যে স্বাস্থ্য সেবা পরামর্শ ক্যাম্প।