মিশন লাল সবুজ (৮ম পর্ব) - Lamppost - light for rights..    

মিশন লাল সবুজ (৮ম পর্ব)

মিশন লাল সবুজ (৮ম পর্ব)

মিশন লাল সবুজ (৮ম পর্ব)

৮ম বাৎসরিক বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন করেছে স্বেচ্ছাসেবী যুব সংগঠন ল্যাম্পপোস্ট। মিশন লাল সবুজকে সামনে রেখে ৮ম বছরের মত সামাজিক বনায়ন কর্মসূচি হিসেবে সরকারি পতিত জমি, শিক্ষা প্রতিষ্ঠান চত্ত্বর, সড়কের পাশে ও রেল স্টেশন চত্ত্বরে উন্নতমানের কৃষ্ণচূড়া চারা রোপণ করেছে টিম ল্যাম্পপোস্ট। তিনদিনের টানা কর্মসূচীতে নিবেদিত ল্যাম্পপোস্ট সদস্য বৃন্দ নিজ হাতে প্রতিটি চারা রোপণ করেছেন। কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেন বিভিন্ন শ্রেণি-পেশার সুধি সমাজের প্রতিনিধি বৃন্দ।

একটি গাছ শুধু গাছ নয়। কোনো প্রাণীর বাঁচার শেষ আশ্রয়স্থল, কারো খাবারের যোগানদাতা, কারো জরুরি ঔষধ সরবরাহকারী, কারো জন্য দুদন্ড বিশ্রামাগার আর সকল প্রাণীকুলের জন্য অফুরন্ত অক্সিজেন ফ্যাক্টরি। গাছ লাগান পৃথিবী বাঁচান৷ লাগাতে না পারলে অন্তত যত্ন নিন। অন্যকে উৎসাহিত করুন।