করোনা ভাইরাস প্রতিরোধে বিনামূল্যে মাস্ক বিতরণ ও হাত ধোয়া কর্মসূচি - Lamppost - light for rights..    

করোনা ভাইরাস প্রতিরোধে বিনামূল্যে মাস্ক বিতরণ ও হাত ধোয়া কর্মসূচি

করোনা ভাইরাস প্রতিরোধে বিনামূল্যে মাস্ক বিতরণ ও হাত ধোয়া কর্মসূচি

করোনা ভাইরাস প্রতিরোধে বিনামূল্যে মাস্ক বিতরণ ও হাত ধোয়া কর্মসূচি

জীবনঘাতি করোনা ভাইরাস নিয়ে সারাবিশ্ব এখন থমথমে। বাংলাদেশও এই আতঙ্কে জর্জরিত। এমতাবস্থায় আতঙ্কিত না হয়ে সচেতনতা জরুরি। আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে! চাইলেই ঘরে বসে থাকা যেত কিন্তু ল্যাম্পপোস্ট স্বেচ্ছাসেবকবৃন্দ আলো ছড়ানোর পথে কোনো কৈফিয়তকে ধার ধারেন না। মিশন যখন এগিয়ে যাওয়ার মৃত্যু ভয় তখন তুচ্ছ। এই ভাইরাসে যেহেতু চল্লিশোর্ধ্ব বয়সী মানুষের মৃত্যু হার সবচেয়ে বেশি তাই আমরা এই বয়সের মানুষদেরকে চিহ্নিত করে সঠিক নিয়মে হাত ধোয়া অতঃপর বিনামূল্যে মাস্ক বিতরণ করার কর্মসূচি গ্রহণ করি। শহরের অন্যতম জনসমাগমপূর্ণ স্থান মুজিব চত্বরে পাঁচশত মাস্ক বিতরণের কর্মসূচি বাস্তবায়ন করা হয়। ল্যাম্পপোস্ট সদস্যদের জরুরি চাঁদায় এই কর্মসূচি বাস্তবায়িত হয়।

দেশের তৃণমূল পর্যায়ে সচেতনতা ছড়িয়ে দিতে হবে। এটা ভয়ংকর ছোঁয়াচে ভাইরাস এটা বুঝাতে আমরা বারবার ব্যার্থ হচ্ছি। যার চাক্ষুষ প্রমাণ আমরা পেয়েছি আমাদের এই কর্মসূচিতে। স্বেচ্ছাসেবকবৃন্দ রীতিমতো ক্লান্ত হয়েছেন সকলকে নিরাপদ দুরত্বে অবস্থান করাতে এবং সঠিক নিয়মে হাত ধৌত করা শেখাতে। একটি নগন্য মাস্কের জন্য মানুষের এমন প্রতিযোগিতা আমাদের খুব চিন্তিত করেছে। আমরা হতবাক হয়ে শুধু সতর্কবার্তা জানাতে চেষ্টা করেছি। পরবর্তীতে কোনো সংগঠন এধরণের স্পর্শকাতর কোনো বিষয়ে উদ্যোগ গ্রহণের আগে সতর্ক হওয়ার জোর আহবান রইল।

o

Leave a Reply