দুঃস্থ শিক্ষার্থীকে সহায়তা প্রদান - Lamppost - light for rights..    

দুঃস্থ শিক্ষার্থীকে সহায়তা প্রদান

দুঃস্থ শিক্ষার্থীকে সহায়তা প্রদান

দুঃস্থ শিক্ষার্থীকে সহায়তা প্রদান

মাঝের ছেলেটির বাসা পীরগঞ্জ উপজেলার চাপড় নামক গ্রামে। নাম মান্না। রাণীশংকৈল কলেজে মানবিক বিভাগে এইচএসসি ২য় বর্ষের ছাত্র সে। পড়ালেখার পাশাপাশি তাকে ইটের ভাটায় কাজ করতে হয় পরিবারকে সহায়তা করার জন্য। এজন্য পড়ালেখা থেমে থাকেনি। প্রাইভেট পড়ার বা কোচিং করার সামর্থ্য নেই। এভাবে নিজ ইচ্ছাতেই এগিয়ে যেতে চায়। এইমুহূর্তে তার প্রয়োজন ছিল ২য় বর্ষের একসেট পাঠ্যবই। তাকে সহায়তামূলক একটি ফেসবুক পোস্ট নজরে আসে Lamppost কর্তৃপক্ষের। তাকে ডাকা হয়। একসেট নতুন বই কিনে দেয়া হয়। একই বিষয় অবগত হওয়া মাত্র বই কিনতে সহায়তায় এগিয়ে আসেন পীরগঞ্জের স্বনামধন্য ফয়জুল শিরিন ওয়েলফেয়ার ট্রাস্ট। পুরো বিষয়টি খুব ছোট্ট একটি ব্যাপার হলেও ছিল আন্তরিকতা সুহৃদতা ও সফল নেটওয়ার্কিং এর একটি উৎকৃষ্ট উদাহরণ। মান্নার জন্য শুভকামনা 👍

o

Leave a Reply