দেশটাকে পরিষ্কার করি দিবস- ২০১৯ - Lamppost - light for rights..    

দেশটাকে পরিষ্কার করি দিবস- ২০১৯

দেশটাকে পরিষ্কার করি দিবস- ২০১৯

দেশটাকে পরিষ্কার করি দিবস- ২০১৯

বিগত বছরের ন্যায় দেশব্যাপী একযোগে “দেশটাকে পরিষ্কার করি দিবস- ২০১৯” পালনে অংশগ্রহণ করেছে ঠাকুরগাঁও জেলার অন্যতম সক্রিয় স্বেচ্ছাসেবী যুব সামাজিক সংগঠন ল্যাম্পপোস্ট। কর্মসূচী বাস্তবায়নে সহযোগী সংগঠন হিসেবে অংশগ্রহণ করেন রংধনু শিশু সংগঠনের স্বেচ্ছাসেবকবৃন্দ।

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ২১ সেপ্টেম্বর সকাল থেকেই নিবেদিত স্বেচ্ছাসেবকবৃন্দ ল্যাম্পপোস্ট কার্যালয়ে জমায়েত হতে শুরু করেন। ১১.৩০ মিনিটে কার্যক্রম শুরু হয় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে। অতঃপর উপজেলা ডাকঘর চত্বর পরিচ্ছন্নতা অভিযান সম্পন্ন করেন স্বেচ্ছাসেবকবৃন্দ। পথিমধ্যে সড়কের দুপাশের আবর্জনা নজরে পড়া মাত্র পরিষ্কার করতে একটুও বিলম্ব করেন নি পরিষ্কার অভিযানের স্বেচ্ছাসেবকবৃন্দ।

Leave a Reply