সেইফ ডিজিটাল স্পেস ক্যাম্পেইন – Lamppost – light for rights..    

সেইফ ডিজিটাল স্পেস ক্যাম্পেইন

সেইফ ডিজিটাল স্পেস ক্যাম্পেইন

সেইফ ডিজিটাল স্পেস ক্যাম্পেইন

ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলার ৮ টি উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে আন্তর্জাতিক সংস্থা Youth for Change BD ও স্থানীয় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন Lamppost এর উদ্যোগে অনলাইনে মেয়েদের নিরাপত্তা ও হয়রানির শিকার প্রতিরোধ ও এর থেকে নিস্পত্তির উপায় সমূহ নিয়ে জনসচেতনতামূলক “Safe Digital Space” শিরোনামে ক্যাম্পেইন পরিচালনা করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান গুলো হল-

১। খোলড়া উচ্চ বিদ্যালয়, হরিপুর, ঠাকুরগাঁও
২। তোররা হাফিজিয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, হরিপুর, ঠাকুরগাঁও
৩। কুসুমউদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়, রাণীশংকৈল, ঠাকুরগাঁও
৪। বড় সুলতানপুর উচ্চ বিদ্যালয়, বোঁচাগঞ্জ, দিনাজপুর
৫। নাফানগর দাখিল মাদ্রাসা, বোঁচাগঞ্জ, দিনাজপুর
৬। রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়, পীরগঞ্জ, ঠাকুরগাঁও
৭। পীরগঞ্জ বণিক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, পীরগঞ্জ, ঠাকুরগাঁও
৮। রাণীশংকৈল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, রাণীশংকৈল, ঠাকুরগাঁও

উক্ত কর্মসূচি বাস্তবায়নে যেসকল নিবেদিত স্বেচ্ছাসেবকবৃন্দ নিজেদের সামর্থ্যের সর্বোচ্চ উজাড় করে নিঃস্বার্থভাবে প্রত্যন্ত অঞ্চলে তথ্যপ্রযুক্তি ভিত্তিক সচেতনতা ছড়িয়ে দিতে ল্যাম্পপোস্ট এর আলোকবর্তিকা হয়েছিলেন তারা হলেন হাবিবুর রহমান, ফারজানা আফরিন, মোজাহেদুর ইসলাম ইমন, পেই পারভেজ, শাহারা শিমু, খুশী আকতার, নিরব হোসাইন, আরফিস হিরা, আল্লামা ইকবাল জয়, আফসানা আফরিন মিম, সুজা উল্লাহ অভিমান, মুনতারিন মীম, দিতি আকতার, জীবন রায়, রিপন রায়, রায়হান কবির।

কর্মসূচির বিস্তারিত ছবি দেখতে এখানে ক্লিক করুন

Leave a Reply