দুস্থ বন্যার্তদের সাহায্যার্থে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ ক্যাম্পেইন – ১ম পর্ব
সাধারণত যেকোন প্রাকৃতিক দুর্যোগ পরবর্তী মৌলিক প্রয়োজন খাদ্য বস্ত্রের ন্যায় চিকিৎসা সেবার অপ্রতুলতা প্রকট আকারে দেখা দিতে পারে। উত্তরাঞ্চলের আকস্মিক বন্যায় উক্ত সমস্যাকে চিহ্নত করে ল্যাম্পপোস্ট একটি ভ্রাম্যমাণ মেডিকেল ক্যাম্প পরিচালনার উদ্যোগ গ্রহণ করে। পীরগঞ্জ উপজেলার ১১ নং ইউনিয়নের প্রত্যন্ত মাধবপুর, খেঁকিডাঙ্গা এবং ডাঙ্গাপাড়া গ্রামের দুইশতাধিক দুর্যোগ সংক্রান্ত অসুস্থ প্রবীণ ও শিশুদের প্রাথমিক স্বাস্থ্য পরিক্ষা পরবর্তী প্রয়োজনীয় ঔষধ বিনামূল্যে বিতরণ করা হয়। ক্যাম্পেইন পরিচালনায় সরাসরি তত্বাবধানে ছিলেন ডাঃ ফাহমিদা শিপা।