মাদক, দুর্নীতি, জঙ্গি বিরোধী প্রচারণা ও বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শনী
মাদক, দুর্নীতি, জঙ্গি বিরোধী প্রচারণা ও বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শনী
মাদক, দুর্নীতি, জঙ্গি বিরোধী প্রচারণা ও বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শনীসহ ৩ দিন ব্যাপী জাতীয় শোক দিবস পালন করেছে ল্যাম্পপোস্ট।
স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন মানেই সরকারের সহযোগী হয়ে সমাজের বিভিন্ন মাধ্যমে স্বেচ্ছা শ্রম ও উদ্যোগে কাজ করে যাওয়া। বিশেষ করে জাতীয় দিবস গুলো পালন বিষয়ে বিশেষ নির্দেশনা থাকে প্রতিটি নিবন্ধনকৃত সংগঠনের প্রতি। সুনাগরিকের দায়িত্ব ও কর্তব্য পালন চর্চা থেকেই আমাদের প্রতিটি কর্মসুচি গ্রহণ ও বাস্তবায়ন হয়ে আসছে।
শোক হোক শক্তি! শ্লোগানকে সামনে রেখে শোকাবহ আগস্ট স্মরণে নিজস্ব পরিচালনায় ল্যাম্পপোস্ট নির্মাণ করেছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জীবনী অবলম্বনে বিশেষ প্রামাণ্যচিত্র “বঙ্গবন্ধু ও বাংলাদেশ”। প্রদর্শিত হয় পীরগঞ্জ সরকারি কলেজ, পীরগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও নেকমরদ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে।
এছাড়াও স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে পীরগঞ্জ উপজেলার দশটি ইউনিয়নের বিশটি গুরুত্বপূর্ণ বাজার ও জনবহুল স্থানে টাঙানো হয় মাদক, দুর্নীতি ও জঙ্গি বিরোধী শ্লোগান সংবলিত বিশেষ প্রচারণা ব্যানার।
সফল কর্মসূচী বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ল্যাম্পপোস্ট’র তথ্য প্রযুক্তি ও সামাজিক যোগাযোগ সম্পাদক- আরাফাত ইবনে হোসাইন, পাঠাগার ও দপ্তর সম্পাদক- আবু সাঈদ আরিফুজ্জামান আতিক, সাংগঠনিক সম্পাদক- হৃদয় মাহমুদ, সহসাংগঠনিক সম্পাদক- মোঃ আব্দুল হামিদ শাহরিয়ার ও প্রচার সম্পাদক- কাওসার আলী, তথ্য ও প্রযুক্তি সম্পাদক- সাজ্জাদ হোসেন লিমন স্বেচ্ছাসেবকদের মাঝে মোঃ রুবেল আলী, রনি অন্যতম সহযোগী হিসেবে দায়িত্ব পালন করেন।
উক্ত কর্মসূচী বাস্তবায়নে ল্যাম্পপোস্ট কে আর্থিক সহায়তা করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সোরওয়ার্দী আলম স্বপন (সাবেক ভিপি, পীরগঞ্জ সরকারি কলেজ)।
উল্লেখ্য যে, শোকের মাস সমাপনী শীর্ষক অনুষ্ঠানে আগামী ৩১ আগস্ট জেলা সদরের বিশেষ আমন্ত্রণে প্রামাণ্যচিত্রটি প্রদর্শন করবে ল্যাম্পপোস্ট।