খাদ্য শ্রমিকদের বিনামূল্যে কৃমিনাশক ঔষুধ বিতরণ ২৬ শে মে ২০১৬ - Lamppost - light for rights..    

খাদ্য শ্রমিকদের বিনামূল্যে কৃমিনাশক ঔষুধ বিতরণ ২৬ শে মে ২০১৬

খাদ্য শ্রমিকদের বিনামূল্যে কৃমিনাশক ঔষুধ বিতরণ ২৬ শে মে ২০১৬

খাদ্য শ্রমিকদের বিনামূল্যে কৃমিনাশক ঔষুধ বিতরণ ২৬ শে মে ২০১৬

খাদ্য শ্রমিকদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, কৃমিনাশক ও ভিটামিন ঔষুধ বিতরণ কর্মসূচী- ২০১৬

সচেতনতা বিষয়ে যাদের নিয়ে সবচেয়ে বেশি ভাবা উচিৎ তাদের মধ্যে অন্যতম হল যারা আমাদের জন্য খাবার তৈরির কাজে নিয়োজিত থাকেন। বিশেষ করে খোলা খাবার বা তৈরি খাবারের প্রতি আমাদের বরাবরই দুর্বলতা। কিন্তু সবার সুযোগ হয়না খোঁজ নেয়ার যারা এসব তৈরি ও পরিবেশনায় নিয়োজিত থাকেন মানুষগুলো কতটা পরিস্কার কিংবা অজান্তেই পরিবাহী কোন রোগের জীবাণু বা ডিম্ব বহন করছেন কি না? তাই, যারা আমাদের রসনা বিলাসে যুগ যুগ সহযোগী তাঁদের স্বাস্থ্য সেবা নিশ্চিত পূর্বক নিজেদের স্বাস্থ্য সচেতনতায় Lamppost– এর এই ক্ষুদ্র উদ্যোগ।

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার জনপ্রিয় ১৫ টি রেস্তোরাঁ কর্মী ও ভ্রাম্যমাণ খাদ্য বিক্রেতাদের সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা পরবর্তী দু’শ পিস কৃমিনাশক ও দুই হাজার পিস ভিটামিন ক্যাপসুল বিতরণ করা হয়। স্বেচ্ছাসেবকদের সাথে উক্ত কর্মসূচী বাস্তবায়নে স্বাস্থ্য পরীক্ষা বিষয়ে দায়িত্ব পালন করেন ল্যাম্পপোস্ট প্রতিষ্ঠাতা সদস্য ডা. একেএম রুহুল আমিন এবং কাউন্সিলিং সহযোগিতায় ছিলেন ইন্টার্ন ডাক্তার ও ল্যাম্পপোস্ট স্বেচ্ছাসেবক রাহাত মিসবাহ্Jahid Hasan. অন্যান্য স্বেচ্ছাসেবকদের মধ্যে উপস্থিত ছিলেন Abu Syed Arifuzzaman Atik, হৃদয় মাহমুদ, Spondon Ripon, Hâmîd Shahariar, Arafat Hussain, Rubel Islam.

আগামীতে সামর্থ্য মোতাবেক এমন আরও কিছু নতুন ধারার কর্মসূচী পরিকল্পনার মাধ্যমে উক্ত কর্মসূচী সমাপ্ত ঘোষণা করা হয়।

কর্মসূচীর বিস্তারিত ছবি দেখতে এখানে ক্লিক করুন………………………

Leave a Reply