
মিশন লাল সবুজ- ২০২৫
১১তম বাৎসরিক বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করেছে স্বেচ্ছাসেবী যুব সংগঠন ল্যাম্পপোস্ট।
৪ দিনব্যাপী কর্মসূচীতে পীরগঞ্জ পৌর শহর, ৮ নং দৌলতপুর ও ১০ নং জাবরহাট ইউনিয়নের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও প্রধান সড়কের পাশে শতাধিক চারা রোপণ করা হয়েছে।
বৈশ্বিক উষ্ণতা প্রতিরোধে জরুরি ও তাৎক্ষণিক সমাধান প্রয়োজন এজন্য দেশি জাতের দ্রুত বর্ধনশীল ও কষ্ট সহিষ্ণু বৃক্ষের বিকল্প নেই। এক্ষেত্রে সৌন্দর্য বর্ধনকারী কৃষ্ণচূড়া অথবা জারুল প্রজাতির গাছ এগিয়ে। আগামী প্রজন্মের জন্য একটি পরিবেশ বান্ধব রোল মডেল উপজেলা বাস্তবায়নে কাজ করে চলেছে ল্যাম্পপোস্ট।