বাৎসরিক শীতবস্ত্র বিতরণ কর্মসূচি (দ্বিতীয় পর্ব)
মাঘের সর্বনিম্ন ৫-৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার হাড়কাঁপানো শীতে সর্ব উত্তরের জনজীবন এখন বিপর্যস্ত। নিম্ন আয়ের সুবিধা বঞ্চিত মানুষ গুলোর জীবনে নেমে এসেছে অভাবনীয় দুর্ভোগ। এদের মধ্যে প্রবীণ গোষ্ঠী সবচেয়ে অসহায়। অনাকাঙ্ক্ষিত শৈত্যপ্রবাহ তাদের অসহায়ত্বকে দীর্ঘায়িত করতে থাকে। এই প্রাকৃতিক দূর্যোগ মোকাবিলায় ল্যাম্পপোস্ট প্রতিবছর সুবিধাবঞ্চিত মানুষ গুলোর পাশে দাড়ানোর আপ্রাণ চেষ্টা করে যায়। শুভাকাঙ্ক্ষীদের আন্তরিক সহায়তায় সামর্থ্য অনুযায়ী একাধিক আয়োজনের মাধ্যমে বিতরণ করা হয় অতি উন্নতমানের শীত বস্ত্র (লেপ)।
বছরের ২য় পর্বের আয়োজনে আজ ৫০ জন সুবিধাবঞ্চিত মানুষের মাঝে উন্নতমানের তুলার লেপ বিতরণ করা হয়েছে। স্বেচ্ছাসেবক টিম কর্তৃক উপজেলার বিভিন্ন ইউনিয়নের সত্যিকারের অসহায় মানুষ চিহ্নিত করে বিতরণ কর্মসূচি পালন করা হয়। এবারের আয়োজন যাঁদের আর্থিক সহায়তায় বাস্তবায়ন করা হল তাঁদের সকলকে ল্যাম্পপোস্ট পরিবারের পক্ষে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।