ফিউচার জিনিয়াস ২০২০ - Lamppost - light for rights..    

ফিউচার জিনিয়াস ২০২০

ফিউচার জিনিয়াস ২০২০

ফিউচার জিনিয়াস ২০২০

স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘ল্যাম্পপোস্ট’ ২০২০ শিক্ষাবর্ষে এসএসসি ও সমমান পরীক্ষায় GPA 5.00 প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ‘ফিউচার জিনিয়াস’ এর ৪র্থ বছরের সফল আয়োজন সম্পন্ন করেছে।
শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও অন্যান্য উপহার সামগ্রী তুলে দেন প্রধান অতিথি জনাব কামরুল হাসান সোহাগ (সহকারি কমিশনার ভূমি পীরগঞ্জ ঠাকুরগাঁও) বিশেষ অতিথি জনাব মফিজুল হক (প্রধান শিক্ষক) পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় এবং ল্যাম্পপোস্ট এর চর্তুথ কমিটির সম্মানিত সভাপতি @তাবাসসুম শিমু ও সহ- সভাপতি Fatema Haq

পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত সংবর্ধণা অনুষ্ঠানে উপস্থিত কৃতি শিক্ষার্থীদের অংশগ্রহণে “এসএমএস কুইজ পর্ব” আয়োজন করা হয়। অতপর শিক্ষার্থীরা মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে একাত্মতা পোষণ করে গণস্বাক্ষর করেন। সবশেষে ল্যাম্পপোস্ট পরিবারের সদস্যরা কেক কেটে ল্যাম্পপোস্টের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন।